eaibanglai
Homeএই বাংলায়আইএসএফ নেতাদের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আইএসএফ নেতাদের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ায় আইএসএফ নেতাদের উপর হামলা ও দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জানা গেছে গতকাল আইএসএফ এর ছাত্র সংগঠনের এক কর্মসূচী উপলক্ষ্যে বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় গিয়েছিলেন তালডাংরা থানা এলাকার আইএসএফ এর বেশ কয়েকজন নেতা। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে তাঁরা স্থানীয় রাজপুরের কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলেন এবং সেখান থেকে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন। অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় ও বেধড়ক মারধর করে। পরে স্থানীয় আমডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসানুর খানের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ নেতাদের তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আরেক দফা মারধর করে। পরে খবর পেয়ে আমডাংরা ফাঁড়ির পুলিশ তৃণমূলের ওই দলীয় কার্যালয় থেকে আক্রান্ত আইএসএফ নেতাদের উদ্ধার করে।

এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএসএফ নেতাদের উপর হামলা ও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্যস, নিতাই চক্রবর্তী দাবি করেন, রাজপুর এলাকায় সম্প্রতি একাধিক সাবমার্সিবল পাম্পের যন্ত্রাংশ চুরি যায়। গতকাল সন্ধ্যায় কয়েক জন যুবককে একটি চাতালে বসে থাকতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং তাদের আটক করে। পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মারধরের হাত থেকে যুবকদের বাঁচাতে প্রথমে তৃণমূল কার্যালয়ে নিয়ে যান ও পরে পুলিশের হাতে তুলে দেন।

বুধবার আক্রান্ত আইএসএফ নেতারা তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে তালডাংরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামীদিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারী দিয়েছেন আক্রান্ত আইএসএফ নেতারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments