সংবাদদাতা, বাঁকুড়াঃ– প্রাথমিক শিক্ষক নিয়োগের পরাক্ষী ঘিরে রবিবার সকাল থেকেই যেন ব্যস্ততার আমেজ। কয়েক লক্ষ পরীক্ষার্থী এবার শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসেছেন। তাই আজ ছুটির দিনেও সকাল থেকে রাস্তাঘাটে, ট্রেনে, স্টেশনে ছিল চোখে পড়ার মতো ভিড়। এরই মধ্যে বাঁকুড়ায় টেটের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় দূর্ঘটনার কবলে পড়ে একটি বোলেরো গাড়ি। দুর্ঘটনাটি ঘটে কোতুলপুর থানা এলাকার মীর্জাপুর হাসপাতাল মোড়ে।
জানা গেছে, এদিন সকালে পুলিশী প্রহরায় কোতুলপুর থেকে টেটের প্রশ্নপত্র নিয়ে চাতরা রামাই পণ্ডিত কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। পথে একটি যাত্রীবাহি বাসকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি আসা একটি ওষুধবোঝাই পিকআপ ভ্যানকে ধাক্কা মারে ওই গাড়ি। দুর্ঘটনায় আহত হন এক মহিলা পুলিশ কর্মী সহ প্রশ্নপত্র নিয়ে যাওয়া বোলেরো গাড়ির চালক।
অন্যদিকে দুর্ঘটনার খবর কোতুলপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি অন্য একটি গাড়ির ব্যবস্থা করে দ্রুততার সঙ্গে চাতরা রামাই পণ্ডিত কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা করে।