সংবাদদাতা,বর্ধমানঃ- পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায় এক গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলার ঘটনা সামনে এসেছে। যদিও কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ফলে আক্রমণের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলার মুখ,গলা ও হাত দগ্ধ হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
জানা গেছে বছর দেড়েক আগে দুর্ঘটনায় গৃহবধূর স্বামী মারা যান। তারপর থেকেই তিনি শ্বশুড়বাড়িতে শ্বশুড়,শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে থাকেন। শনিবার গভীর রাতে নিজের দুই সন্তানকে নিয়ে তিনি শৌচালয় ব্যবহার করে ঘরে ঢুকে গ্রিলের দরজা বন্ধ করছিলেন, সেই সময়ই হঠাৎ করেই তাকে লক্ষ্য করে কেউ অ্যাসিড ছোড়ে। তার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা ছুটে যায় ও তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যায়।
ইতিমধ্যেই পরিবারের তরফে রায়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।