সংবাদদাতা, কালনা :- গ্রামে মনসা মন্দির তৈরী করতে হবে,পুজো না হলে গ্রামের সকলকে দুই দিন না খেয়ে থাকতে হবে, হঠাৎ ভর ওঠায় এমনি নিদান গ্রামের এক বধূ সুজাতা সরকারের। ঘটনাটি কালনার নাদনঘাট থানার বড় কুড়িচা গ্রামের। কুসংস্কারের থেকে গ্রামবাসীদের বাঁচাতে গ্রামে পৌঁছায় পূর্বস্থলী এক বি ডি ও, ও নাদনঘাট থানার পুলিশ। গত একসপ্তাহ আগে কালনার নাদনঘাট থানা এলাকার বড় কুড়িচা গ্রামে দিবেন্দু সিট কে সাপে ছোবল মারে, তাকে বাঁচাতে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাই পরিজনরা, তার কয়েক দিন পর মনসা ঠাকুরের ভর করে গ্রামের বধূ সুজাতা সরকারের ওপর। ভর করার সময় নিদান দেয় সুজাতা, গ্রামে মনসা মন্দির তৈরী করতে হবে, পুজো না মিটলে দুই দিন কেউ খাওয়ার খাবে না। এমনি নিদান মানতে শুরু করে গ্রামের মানুষরা, কুসংস্কারের এই খবর দাবানলের মতো ছড়িয়ে পরে আশা পাশের গ্রামে। খবর যায় প্রসাশনের কাছেও, বুজরুকি দেখতে ও তার থেকে মানুষকে বোঝাতে তরিঘরি গ্রামে হাজির হয় নাদনঘাট থানার বড় বাবু ও পূর্বস্থলী এক বি ডি ও। ভর করা গ্রামের বধূ সুজাতা সরকারকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করে প্রশাসন। বধূর মানসিক চিকিৎসার প্রজন দাবি কালনা বিজ্ঞান মঞ্চের।