সংবাদদাতা,বাঁকুড়াঃ– বিহার থেকে বর্ধমান যাওয়ার পথে বাঁকুড়ায় ধান বোঝাই লরি উধাও। তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার বেলিয়াতোড় থানার পুলিশ। গ্রেফতার তিন।
ঘটনা সূত্রে জানা যায় গত ৩ জানুয়ারি বিহারের বাঙ্কা জেলার অমরপুর বাসিন্দা ব্যবসায়ী রাম বিলাস শাহ ১৪ চাকার একটি লরিতে প্রায় ৩০ টন ধান (যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা) বোঝাই করে বর্ধমানের সেহেরাবাজারের চাল মিলে যাচ্ছিলেন। রাম বিলাসের দাবি পথে হঠাৎ লরির চালক জানান তারা দুর্গাপুর দিয়ে না গিয়ে, বেলিয়াতোড় সোনামুখী দিয়ে যাবেন। সেই মতো ওই দিন রাতে বাঁকুড়ার বেলিয়াতোড়ে পৌঁছয় ধানের লরি এবং রাত এগারোটা নাগাদ বেলিয়াতোড়ের একটি লাইন হোটেলে খেতে ঢোকেন রাম বিলাস। লরির চালক ও খালাসি অবশ্য খেতে নামেনি। পরে রাম বিলাস দেখেল ধান বোঝাই লরি উধাও। তিনি বার বার লারি চালককে ফোন করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। অবশেষে তিনি বেলিয়াতোড় থানার দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে পুলিশ এবং ওই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ওই লরির চালক, খালাসিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ । পরে তাদের জিজ্ঞাসাবাদ করে লরি মালিকের খোঁজ মেলে ও ধান বোঝাই লরিটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় লরি মালিককেও। মঙ্গলবার ধৃত লরি মালিককে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে লরি মালিক, চালক ও খালাসির নাম অচিন্ত্য ঘোষ, দীপেন গোস্বামী ও টোটন বনসারি। তিনজনেই বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা। ধৃতদের হেফজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।