সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি আগেই জানিয়েছিলেন যে, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পুর এলাকায় সমস্ত অফিসের বোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামুলক করা হচ্ছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত পুর কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠকেও সর্বসম্মতিক্রমে পাশও হয়েছে। তারই প্রথম পদক্ষেপ হিসাবে বছর শেষের দুদিন আগে রবিবার আসানসোল পুরনিগমের প্রধান কার্যালয়ে আধিকারিকদের নামের বাংলায় লেখা বোর্ড লাগানোর কাজ শুরু করা হলো। বিভাগের নামও বাংলায় লেখা হবে। এদিন সকালে মেয়র এই কাজ দেখতে পুরনিগমে হাজির ছিলেন। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে গোটা পুর এলাকায় সমস্ত সাইনবোর্ডে অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষা লেখা বাধ্যতামুলক করা হচ্ছে। এটা তারই প্রথম পদক্ষেপ। শুধু এই অফিস নয়, পুরনিগমের সব বোরো অফিসেও বাংলায় লেখা বোর্ড লাগাতে বলা হয়েছে। আমরা চাই অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষার ব্যবহার আরো বেশি করে হোক।