eaibanglai
Homeএই বাংলায়সৌদি আরবে কাজে গিয়ে ২১ জন যুবক গৃহবন্দী এ রাজ্যের

সৌদি আরবে কাজে গিয়ে ২১ জন যুবক গৃহবন্দী এ রাজ্যের

মান্তু কর্মকার, বর্ধমানঃ- সৌদি আরবে কাজে গিয়ে এ রাজ্যের 21 জন যুবক গৃহবন্দী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও প্রকাশ করে সরকারকে উদ্ধারের জন্য আজি। সৌদি আরবে সোনার কোম্পানিতে কাজ করতে গিয়ে আটকে বর্ধমানের তিন যুবক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি। মাস তিনেক আগে বর্ধমানের ওই তিন যুবকের ভিসা শেষ হয়ে যায়। তারপর থেকেই এই রাজ্যের মোট ২১ জন সৌদি আরবের একটি ঘরে বন্দী। সেখান থেকেই সোশ্যাল মিডিয়াতে উদ্ধার করার জন্য তাদের ভিডিও বার্তা ভাইরাল। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রুই গড়িয়া গ্রামের নুরুল ইসলাম শেখ বছর চারেক আগে সোনার কাজে গিয়েছিল সৌদি আরবে, বছর দুয়েক আগে বাড়ি ও ফিরে এসেছিল সে। কিন্তু মাস তিনেক আগে ভিসা শেষ হয়ে যাবার পর থেকেই তারা ওখানে কর্মহীন এবং গৃহবন্দী। আটক ওই যুবকের পরিবার সংবাদ মাধ্যম এর মাধ্যমে তাদের ছেলেদের সুস্থভাবে ফিরিয়ে আনার আর্জিও জানিয়েছেন তারা। এছাড়াও পূর্বস্থলীর খড় দত্তপাড়ার গিয়াস উদ্দিন শেখ, পূর্ব নয়পাড়ার বিল্লাল শেখ সৌদি আরবে গৃহবন্দী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments