eaibanglai
Homeএই বাংলায়গ্রীষ্মের শুরুতে বীরভূমে জলকষ্টে জেরবার সাধারণ মানুষ

গ্রীষ্মের শুরুতে বীরভূমে জলকষ্টে জেরবার সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি,বীরভূমঃ দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে অকেজো গ্রামের টিউবওয়েলগুলি। বারবার প্রশাসনের দরবারে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। ফলে গ্রীষ্মের শুরুতেই তীব্র জলকষ্টে ভুগছেন বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত দাসপলশা গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এলাকার বিভিন্ন প্রশাসনিক সদস্যদের জনসাধারণের অসুবিধার কথা বার বার জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। শুধু জলই নয় এলাকার রাস্তার অবস্থাও বেহাল। ওই গ্রামের এক বাসিন্দা জানালেন, যেখানে রাস্তার দরকার সেখানে রাস্তা নেই। গ্রামে প্রায় ২০ থেকে ৩০ টি পরিবারের সদস্যদের বেহাল রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে হয়। বর্ষার সময় ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়লেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। ময়ূরেশ্বর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি মহামুদ্দিন সেখ জানান, খাষপাড়ার মানুষেরা অন্য দল করে বলে শাসক দল তাদের সবরকমের সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে”।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments