eaibanglai
Homeএই বাংলায়টেট পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

টেট পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

সংবাদদাতা,বীরভূমঃ– আজ রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের (টেট) পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির পরিপেক্ষিতে এবারের টেট পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। ২০১৭ সালের পর এই প্রথম টেট হচ্ছে রাজ্যে। পুরো বিষয়টি নিয়ে নজরদারি রাখতে পর্ষদ এই প্রথমবার একটি কন্ট্রোল রুম খুলেছে। সেখানে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের ছবি দেখতে পাবেন আধিকারিকরা। এদিনের পরীক্ষার খুঁটিনাটি নখদর্পণে রাখতে চাইছে পর্ষদ।

অন্যদিকে কোনওরকম অশান্তি এড়াতে জেলায় জেলায় তৎপর রয়েছে পুলিশ। পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তার জন্য খোলা হয়েছে বিশেষ বুথ বা সহায়তা কেন্দ্র। বীরভূম জেলার টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। তাদের জন্য জোলা জুড়ে মোট ৮৭টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে এই পরীক্ষা পরিচালনা করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিউড়ি জিআরপি থানা। তাঁদের পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যাতে কারও কোনও সমস্যা হলে পুলিশ বুথে গিয়ে সাহায্য নিতে পারেন। এছাড়াও বিশেষ প্রয়োজনে পরীক্ষাদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে সিউড়ি জিআরপি থানার পক্ষ থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments