eaibanglai
Homeএই বাংলায়টাকা কি ভগবানের ঐশ্বর্য নয়?-কী বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ?

টাকা কি ভগবানের ঐশ্বর্য নয়?-কী বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের জীবনীতে আমরা দেখতে পাই যে ঠাকুর বিভিন্ন সময় তাঁর অন্তরঙ্গ পার্ষদদের সাথে রঙ্গ রসিকতা করেছেন, কিন্তু মজা মস্করা করলেও মজার ছলে তিনি কখনোই অসত্যকে প্রশ্রয় দেন নি। ‘ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ’ ব‌ইয়েতে যদু মল্লিকের সাথে করা ঠাকুরের একটি মস্করার কথা এই প্রসঙ্গে উল্লেখ না করলে‌ই নয়।

ঠাকুর একদিন যদু মল্লিককে বলেছিলেন,“কিগো যদু ! এত টাকা করেছ , এখনও টাকার লোভ গেল না” তাতে যদুবাবু বলেছিলেন, “দেখ, ছোট ভটচায ! ও লোভ যাওয়ার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পার না, বিষয়ী লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না। আর টাকার লোভ ছাড়বে কেন বল ? তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পার, কিন্তু আমি যে তাঁর ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি। তুমি সব ছেড়ে তাঁকে চাইছ , আর আমি তাঁর ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি। আচ্ছা বল দিকিনি ছোট ভটচায, টাকা কি তাঁর ঐশ্বর্য নয় ?” একথা শুনে ঠাকুর ভারী খুশী হয়েছিলেন। বললেন, “এটা যদি ঠিক বুঝে থাক, তাহলে আর তোমার ভাবনা কিগো ?” তারপর তাঁকে জিজ্ঞাসা করলেন, “কিগো যদু ! সরলভাবে একথা বলছ , না চালাকি করে বলছ ?” একথা শুনে যদুবাবু বলেছিলেন, “সে তো তুমি জান, ছোট ভটচায। তোমার কাছে মনের কথা লুকোতে তো পারব না !”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments