eaibanglai
Homeএই বাংলায়কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকিতে চুরুলিয়া গ্রামে উৎসব

কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকিতে চুরুলিয়া গ্রামে উৎসব

সংবাদদাতা,আসানসোলঃ– আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকি। প্রতিবারের মতো এবারও বিদ্রোহী কবির জন্ম দিবস উপলক্ষ্যে তাঁর জন্মভিটে পশ্চিম বর্ধমানের চুরুলিয়া গ্রামে উৎসবের আয়োজন করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এদিন সকালে বর্ণাঢ্য এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয় ও এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অংশ নিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষ। প্রভাতফেরি শেষে কবির মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন কবির স্ত্রী প্রমিলা দেবীর সমাধিস্থলেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

অন্যদিকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উবলক্ষ্যে তাঁর জন্মভিটে চুরুলিয়া গ্রামে বসেছে মেলা। গত ৪৩ বছর ধরে কবির জন্মদিবসে এই মেলার আয়োজন করা হয়। তবে গত তিন বছর ধরে মেলার আয়োজনের দায়িত্ব নিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পর থেকেই এই মেলা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। কারণ আগে এই মেলা সাত দিন চললেও বিশ্ববিদ্যালয় দায়িত্ব নেওয়ার পর থেকে মেলা তিন দিনের হয়ে গেছে। এবারে এই মেলা ও উৎসবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সহ দেশ বিদেশের একাধিক শিল্পী এবং তাঁরা গান, কবিতা আবৃত্তি, নাটক ইত্যাদি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments