eaibanglai
Homeএই বাংলায় এপিসোডবিষ্ণুপুর শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো " কিচিরমিচির "

বিষ্ণুপুর শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো ” কিচিরমিচির “

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বিষ্ণুপুরের শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেলো ক্ষুদে পড়ুয়াদের নিয়ে ” কিচিরমিচির ” অনুষ্ঠান। নগর বিনোদন বনায়ন বিভাগের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পৃথিবীতে ক্রমেই বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা কমে আসছে এতে আগামীদিনে পরিবেশের উপর তার প্রভাব পড়বে। আর তাই বিষ্ণুপুরের ১১ টি স্কুলের মোট ৩০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং পাখিদের কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই সম্বন্ধে জানানো হয়। মাটির হাড়িতে ফুঁটো করে সেখানে পাখিদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সই হাড়িটি গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এতে পাখিরা নিজেদের বাসস্থান খুজে পাবে এবং বংশ বৃদ্ধির জন্য সঠিক জায়গা পাবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। মেজিয়া নগর বিনোদন বনায়ন বিভাগের একত আধিকারিক জয়ন্ত মাঝি বলেন, নগর বিনোদন বনায়ন বিভাগের যে সমস্ত পার্ক রয়েছে তার সবগুলিই নগর কেন্দ্রিক। তাই শহরে মূলত গাছের সংখ্যা কম থাকায় পার্কের গাছে পাখিদের সংরক্ষণের জন্য পাখির বাসা বাঁধা হচ্ছে। যাতে পাখি এখানে থাকে আসে এবং তাদের কিচিরমিচির শব্দ শুনতে পাওয়া যায় এবং যে সমস্ত পাখিদের সংখ্যা কমে আসছে তাদের যাতে আরও বিস্তার ঘটে সেই উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুশি ক্ষুদেরাও ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments