সংবাদদাতা,খাতড়া, বাঁকুড়াঃ– খাতড়ার গোড়াবাড়ি পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছিল। তৃণমূলের অঞ্চল সভাপতি ওই ঘটনায় জখম হয়। ঘটনায় আহত অঞ্চল সভাপতি বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও বিজেপির দাবি ছিল, মারধরের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অভিযোগ পেয়ে পুলিশ বিজেপির খাতড়া দু নম্বর মণ্ডলের সভাপতি আশীষ মাহাতো সহ আরও দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। দুদিন পুলিশ হেফাজতে থাকার পর তিনজনের জেল হেফাজত হয়। শুক্রবার বিকেলে তারা জামিনে মুক্ত হন। এদিন জামিন পাওয়ার পর উচ্ছ্বাসে মাতেন বিজেপি নেতা কর্মীরা। খাতড়া বাজারে হয় উল্লাস মিছিলও। মিছিলে নেতৃত্ব দেন দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল, ছিলেন খাতড়া ব্লক কনভেনার আদিনাথ দে, বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক দীপক দাস সহ দলের বিভিন্ন ব্লকের মণ্ডল সভাপতিরা। জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের অভিযোগ, “মিথ্যা মামলা হয়েছিল নেতা কর্মীদের বিরুদ্ধে। এভাবে বিজেপিকে দমানো যাবে না।”





