eaibanglai
Homeএই বাংলায়আমরা কজন বয়েজ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

আমরা কজন বয়েজ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মানুষের জীবনে রক্তের প্রয়োজনের চাহিদা মেটাতে বিভিন্ন সমাজসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলি রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। দুর্গাপুর শিল্পাঞ্চলেও প্রায় প্রতিদিনই কোন না কোন সমাজসেবী বা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার এমনই এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর ইস্পাত নগরীর ‘আমরা কজন বয়েজ অ্যাথলেটিক ক্লাব’-এর উদ্যোগে। এদিনের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ হালদার, দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শ্যাম মিশ্র, রামকৃষ্ণ মুখার্জি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘আমরা কজন বয়েজ অ্যাথলেটিক ক্লাব’এর প্রাণপুরুষ প্রয়াত প্রশান্ত মজুমদারের ৬৩তম জন্ম দিবস উপলক্ষে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। এদিনের রক্তদান শিবিরে ছাত্র-ছাত্রী থেকে গৃহবধূ ও এলাকার বিভিন্ন বয়সের প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধনী বক্তৃতায় ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সন্দীপ দে জানান, এই ক্লাব দীর্ঘ ১৫ বছর ধরে মানুষের সেবায় রক্তদান শিবির আয়োজন করে আসছে। আগামী দিনেও এই ক্লাব বিভিন্ন সমাজসেবকমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করবে । পাশাপাশি আগত সকল অতিথিবর্গ ও রক্তদাতাদের তিনি এই মহান সামাজিক উদ্যোগে সহযোগিতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিনের এই রক্তদান শিবিরে সংক্ষিপ্ত বক্তৃতায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান, ‘আমরা কজন বয়েজ অ্যাথলেটিক ক্লাব’ ও প্রশান্ত মজুমদারের সাথে তাঁর দীর্ঘ বহু বছরের সম্পর্ক। তিনি বলেন, “আজ আমার বন্ধু প্রশান্ত মজুমদারের জন্ম দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করলাম। হঠাৎই বন্ধু প্রশান্ত মজুমদারের অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছিল তা কিছুটা হলেও পূরণ হয়েছে সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করে।” পাশাপাশি আগামী দিনেও যাতে ‘আমরা কজন বয়েজ অ্যাথলেটিক ক্লাব’ এভাবেই দুর্গাপুরের সাধারণ মানুষের কথা ভেবে তাদের সমাজসেবামূলক কাজ আরো এগিয়ে নিয়ে যায় সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি সকল রক্তদাতা বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এদিনের এই রক্তদান শিবিরে দুর্গাপুর ইস্পাত নগরীর একাধিক সমাজসেবী মানুষের আগমন ঘটে। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষাল ও দুর্গাপুর আসানসোল এলাকার রক্তদান কর্মসূচির অন্যতম প্রাণপুরুষ কবি ঘোষ মহাশয়।

এদিনের এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, দুর্গাপুর মিশন হসপিটাল, ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments