eaibanglai
Homeএই বাংলায়ওন্দার নাকাইজুরিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বিজেপির

ওন্দার নাকাইজুরিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বিজেপির

সংবাদদাতা, বাঁকুড়াঃ- এক ফোটা রক্তের অভাবে অনেক সময় অনেক রোগী মৃত্যুবরণ করেন। সে কারণে সেই সমস্ত মুমূর্ষু রোগীর কথা মাথায় রেখে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি কর্মীরা। ওন্দা তিন নম্বর মণ্ডলের বিজেপি যুব ও মহিলা মোর্চার উদ্যোগে ওন্দা নাকাইজুরি কমিউনিটি হলে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন। যেখানে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো, প্রায় কুড়ি জন মহিলা তারা তাদের রক্তদান করেন। বিজেপি সূত্রে জানা যায়, প্রতিবছরই বিজেপি কর্মীরা গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন সেই মতই এবছরও তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। বিজেপি কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা ওন্দার বিজেপি নেতা অমরনাথ শাখা বলেন, আগামী তিন মাসের মধ্যে আরো তিনটে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। তিনি আশাবাদী এই রক্তদান শিবিরের ফলে বাঁকুড়া জেলা অনেকটাই রক্ত সংকটমুক্ত বাঁকুড়া জেলা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments