সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এরই মধ্যে এই প্রকল্পের সমীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বাঁকুড়া জেলার আশা ও আইসিডিএস কর্মীরা।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় শাসক দলের নেতা নেত্রী ও তাদের প্রিয়জনদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই প্রাথমিক ভাবে যাচাই করার গুর দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় আশা ও আইসিডিএস কর্মীদের। অভিযোগ এই তথ্য সংগ্রহ করতে গিয়েই বেকায়দায় পড়ছেন আশা ও আইসিডিএস কর্মীরা। তাদের দাবি সঠিক তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাঁদের সমীক্ষার ভিত্তিতে কোনো উপভোক্তার নাম বাদ পড়লে সেক্ষেত্রে আশা ও আইসিডিএস কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বাঁকুড়া দু’নম্বর ব্লকে কর্মরত সমস্ত আশা ও আইসিডিএস কর্মীরা বাঁকুড়া দু’নম্বর ব্লকের বিডিওর দফতরে হাজির হয়ে বিক্ষোভ দেখান।
তাঁদের দাবী এমনিতেই তাঁদের উপর ন্যাস্ত রয়েছে বিভিন্ন দায়িত্ব। তার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা যাছাইয়ের মতো কাজ করতে গিয়ে হুমকি হেনস্থার মুখে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অবিলম্বে এই দায়িত্ব থেকে তাঁদের নিষ্কৃতি দেওয়ার দাবি জানিয়েছেন আশাও আইসিডিএস কর্মীরা।