সংবাদদাতা,বাঁকুড়াঃ- ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় সাংগঠনিক রদবদল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের প্রকাশিত এই রদবদলের তালিকায় উঠে এল বাঁকুড়ার নাম। যেখানে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সাংসদ অরূপ চক্রবর্তীকে সরিয়ে তালড্যাংরার ব্লক সভাপতি তারাশঙ্কর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। আর অরূপ চক্রবর্তীকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন তৈরি হয়েছিল দলের অন্দরে। দায়িত্ব পেয়ে তারাশঙ্কর রায় জানান আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভাতেই জয় সুনিশ্চিত করাই তাঁর প্রধান কাজ। এছাড়া শুধু দলের সকলকে নিয়ে চলাই নয় বরং পাশাপাশি যারা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন তাঁদের দলে ফিরিয়ে এনে সংগঠনকে আরও মজবুত করে গড়ে তোলার কথাও বলেন নতুন জেলা সভাপতি। তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার ৬টি আসনেই জয়লাভ করবে তৃণমূল।
অন্যদিকে অরূপবাবু জানান, সাংসদ হওয়ার পর তাঁর পক্ষে দুটি দায়িত্ব সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে দল তাঁকে জেলা সভাপতির পদ থেকে অব্যহতি দিয়ে রাজ্যের সাধারণ সম্পাদকের মতো আরও গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। তার জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদও জানান তিনি। একইসঙ্গে নতুন সভাপতি আরও দক্ষতার সঙ্গে দলের কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তৃণমূলের বিদায়ী জেলা সভাপতির।
অন্যদিকে দলের জেলা সভাপতি হিসেবে তাঁর নাম প্রকাশিত হওয়ার পর এদিন তালডাংরার পৌঁছতেই তাঁকে ঘিরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল নেতা, কর্মী, সমর্থক। ফুল মালা দিয়ে তাঁকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি ব্যান্ড পার্টি সহযোগে সস্ত্রীক তারাশঙ্কর রায়কে নিয়ে তালডাংরা বাজারে মিছিলে করেন দলের কর্মী, সমর্থকেরা। এমনকি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির নিজে উপস্থিত থেকে দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত বাঁকুড়া জেলা সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নিজের হাতে মিষ্টিও খাইয়ে দেন।





