সংবাদদাতা, আসানসোলঃ- সারা দেশের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলেও আজ বট সাবিত্রীর পুজো হল। বট সাবিত্রী পুজো করেন বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে। এই দিনে মহিলারা বটবৃক্ষের পুজো, প্রদক্ষিণ করে এবং গাছের চারপাশে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। মনে করা হয়, যমরাজের হাত থেকে স্বামী সত্যবানকে বাঁচাতে সাবিত্রী দেবী বটবৃক্ষের পূজা করেছিলেন। সেই থেকে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই পূজা করে থাকেন। আজ শিল্পাঞ্চল, আসানসোলের বিভিন্ন মন্দিরে মহিলারা বটবৃক্ষের পুজো করে তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন।