eaibanglai
Homeএই বাংলায়ভোট পরবর্তী হিংসার অভিযোগ দুর্গাপুর ও আসানসোলে

ভোট পরবর্তী হিংসার অভিযোগ দুর্গাপুর ও আসানসোলে

সংবাদদাতা, আসানসোলঃ- ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ও আসানসোলের বারাবনিতে। বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাবনি থানার সরিষাতলির কাপিষ্টার ঘটনা। যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করে।তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর বুধবার রাতে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবনি ব্লক তৃর্ণমুল নেতৃত্ব। বারাবনি ব্লক তৃর্ণমুল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন এইটা গ্রাম্যবিবাদ,ওটা ওদের নিজেদের মধ্যে।দলের সাথে কোনো যোগ নেই। সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। দু পক্ষই থানায় অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে ভোট গণনার দুদিন পরে রাজনৈতিক সন্ত্রাস ঘিরে উত্তপ্ত রইল দুর্গাপুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নতুন করে ফের অভিযোগ উঠল বিজেপির বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুরের। দুর্গাপুর ইস্পাত নগরীর আর্টিলারি রোডের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় বলে অভিযোগ। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটে জেতার পর থেকেই তাদের বিভিন্ন কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় বলেও তার অভিযোগ এবং পাশাপাশি লুট করা হয় বিভিন্ন দামি নথিপত্র বলে অভিযোগ। যদিও ঘটনার সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দোষারোপ করেছেন তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান বিজেপির উপর থেকে নিচুস্তরের সকল নেতৃত্ব রায় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। যার ফলে ধরাশায়ী হয়েছে বিজেপি। এ সকল লুটপাট বিজেপির আনা বহিরাগতদের আক্রমণের ঘটনা বলে পাল্টা অভিযোগ তার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments