নিজস্ব প্রতিনিধি, পানাগড়ঃ বর্ধমানের খাগড়াগড় কান্ডের ছায়া এবার পানাগড়ের কোটাগ্রামে? বৃহস্পতিবার সকালে বুদবুদ থানার কোটাগ্রামে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ অন্তত সেই স্মৃতিকেই উসকে দিল। জানা গেছে, এদিন সকালে কোটাগ্রামে একটি ভাড়াবাড়িতে আচমকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে বিস্ফোরণের জেরে বাড়ির ছাদই উড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভাড়া বাড়িতে পাঁচজন সদস্য থাকত। বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারাই দমকল ও পুলিশে খবর দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কিন্তু কি কারণে ওই ভাড়া বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। বাড়িটির আগুন নেভানোর কাজ শেষ হলে বিস্ফোরণের আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের তরফে জানা গেছে। কিন্তু বৃহস্পতিবার বুদবুদের কোটাগ্রামের এই ঘটনা যে খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতিকে আবারও ফিরিয়ে এনেছে তাতে সন্দেহ নেই।