সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ– লোকাল ট্রেন দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় দূরপাল্লার ট্রেন। নিত্যদিনের এই ঘটনার প্রতিবাদে ও সমস্যা সমাধানের দাবিতে বুধবার সাত সকালে খানা জংশন স্টেশনে দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস আটকে রেখে বিক্ষোভ দেখাল ডাউন রামপুরহাট বর্ধমান লোকালের যাত্রীরা।
এদিন সকালে খানা জংশন স্টেশনে দীর্ঘক্ষণ ডাউন রামপুরহাট বর্ধমান লোকালটি দাঁড় করিয়ে রাখা হয়। ফলে ক্ষোভে ফেটে পড়েন ট্রেনের যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ প্রতিদিন সকাল আটটা থেকে লুপ লাইনের কোন ট্রেনকে যেতে দেওয়া হয় না। লোকাল ট্রেনগুলি দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় দূরপাল্লার ট্রেনগুলি। যার ফলে যাত্রীদের কর্মস্থল ও গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি ও অসুবিধা হয়। বহুবার পূর্ব রেলের হাওড়া ডিভিশন কর্তৃপক্ষ, আরপিএফ পুলিশ ও জিআরপি পুলিশ আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কোন সুরাহা মেলেনি। এরই মধ্যে সকাল ন’টা নাগাদ খবর আসে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস পার হবে খানা জংশন দিয়ে। এরপরই প্রায় কয়েকশো ক্ষুব্ধ যাত্রী রেললাইনের দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে অবরোধ। অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস। পাশাপাশি ব্যাহত ট্রেন পরিষেবা।
অন্যদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাঁরা। অবশেষে ঘণ্টাখানেক বাদে অবরোধ তুলে নেন যাত্রীরা। ক্রমে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।