eaibanglai
Homeএই বাংলায়ডিএসপির শ্রমিকদের বোনাস ঘোষণা, কাটলো অচলাবস্থা

ডিএসপির শ্রমিকদের বোনাস ঘোষণা, কাটলো অচলাবস্থা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অবশেষে অচলাবস্থা কাটলো দুর্গাপুর ইস্পাত কারখানায়। দীর্ঘ টালবাহানার পর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানা সহ তার অধীনস্থ সমস্ত স্টিল প্লান্ট গুলির কর্মীদের বোনাস বিষয়ক সিদ্ধান্ত ঘোষণা করল। এবছর স্থায়ী শ্রমিকেরা ৪০,০০০ টাকা ও ট্রেনিং প্রাপ্ত শ্রমিকেরা ৩০,০০০ টাকা করে বোনাস পাচ্ছেন। আসন্ন কালীপুজো ও দীপাবলির আগেই বোনাসের একটি অংশ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইস্পাত কর্তৃপক্ষ।

প্রসঙ্গত প্রতি বছর দুর্গাপুজোর আগে ডিএসপি কারখনারা শ্রমিকরা পুজোর বোনসা পান। কিন্তু এবছর পুজোর বোনসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রসঙ্গত প্রতিবছরের মতো এবারও শ্রমিকরা কত বোনাস পাবেন তা ঠিক করতে দিল্লিতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে যান কারখানার শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু বৈঠকে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী বৈঠকের দিন ঠিক হয় পুজোর পরে ১০ অক্টোবর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকরা। নজির বিহীনভাবে কারখানার সমস্ত সংগঠনের শ্রমিক সদস্যরা একযোগে আন্দোলন শুরু করেন। কারখানার মূল গেটে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকদের একাংশ। টানা পাঁচ দিন ধরে চলে বিক্ষোভ প্রতিবাদ। অন্যদিকে এই বিক্ষোভের ফলে কারখানার উৎপাদন ব্যহত হয় বলে অভিযোগ করে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের কারণ দর্শানোর নোটিশ জারি করে কর্তৃপক্ষ। এরপরই নোটিশ জারির প্রতিবাদে সম্মিলিতভাবে প্রতিবাদে সরব হয় শ্রমিক সংগঠনগুলি। সব মিলিয়ে বিক্ষোভ, প্রতিবাদ, কর্তৃপক্ষের সঙ্গে টানা পোড়েনে অচলাবস্থা তৈরি হয় কারখানায়। অবশেষে বোনাস ঘোষণার পর সেই অচলাবস্থা কাটলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments