সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– শুক্রবার অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে নেমে ইস্কো স্টিল প্ল্যান্ট বা আইএসপির টাউনশিপ বিভাগ বার্নপুরের নরসিংবাঁধ এলাকায় কাটঘোলা গ্রাউন্ডে অবৈধভাবে নির্মিত একটি বাউন্ডারি পাঁচিল ভেঙে দিল। জেসিবি মেশিনের সাহায্যে চলে উচ্ছেদ অভিযান। জানা গেছে এর আগে এই অবৈধ নির্মাণ সরানোর জন্য এস্টেট কোর্ট থেকে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছিল।
এদিনের অভিযানটি টাউনশিপ বিভাগের সিনিয়র আধিকারিকদের নেতৃত্বে, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে করা হয়। সংস্থার সম্পত্তির সুরক্ষার পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এদিনের পদক্ষেপ বলে জানিয়েছে ইস্কো কর্তৃপক্ষ।
অন্যদিকে সেল আইএসপি প্রশাসন এদিন স্পষ্টভাবে জানিয়ে দেয়, কোম্পানির সম্পত্তিতে কোনো ধরণের দখলদারি সহ্য করা হবে না। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।





