সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বার্নপুর স্টেশনে ফের তিনটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু করল রেল। পাটনা – এর্ণাকুলাম এক্সপ্রেস, পাটনা – পুরী এক্সপ্রেস, আরা – দূর্গ এক্সপ্রেস। এই তিনটি দূরপাল্লা ট্রেনের স্টপেজ বার্নপুর স্টেশন থেকে তুলে নেওয়া হয়েছিল করোনাকালে। যার ফলে বার্নপুর এলাকার পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল সহ আশেপাশের এলাকার মানুষজনের আসানসোলে গিয়ে ওই ট্রেন ধরতে হচ্ছিল। যার জেরে অনেকটাই অসুবিধা ও সমস্যার মুখে পড়তে হচ্ছিলো সাধারণ যাত্রীদের। দূরত্বের পাশাপাশি ভাড়াও গুনতে হচ্ছিল বেশী।
বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল, এলাকার মানুষজন ও আসানসোল পুরনিগমের বেশ কয়েকজন কাউন্সিলরকে নিয়ে আন্দোলনে নেমেছিলেন কাউন্সিলার অশোক রুদ্র। এর পাশাপাশি বার্নপুর স্টেশনে ওই ট্রেনগুলির পুনরায় দাঁড় করানোর আবেদন নিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহার দ্বারস্থ হয়েছিলেন। সাংসদ বিষয়টি রেলবোর্ডকে জানান। অবশেষে সোমবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ফের ওই তিনটি দূরপাল্লা ট্রেনের বার্নপুর স্টেশনে স্টপেজ দেওয়ার কথা জানান হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে। আপ ও ডাউনে এই ট্রেনগুলি এক মিনিট করে বার্নপুর স্টেশনে থামবে।
অন্যদিকে রেলের এই সিদ্ধান্তকে সমগ্র শিল্পাঞ্চলবাসীর জয় বলে এদিন দাবি করেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া কাউন্সিলর অশোক রুদ্র।





