eaibanglai
Homeএই বাংলায়শিল্প নগরী দুর্গাপুরে "হাই ভোল্টেজ"ভোট প্রচার অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

শিল্প নগরী দুর্গাপুরে “হাই ভোল্টেজ”ভোট প্রচার অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংবাদদাতা, দুর্গাপুরঃ- ঠিক সাতদিন পরে আগামী সোমবার চতুর্থ দফায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে প্রচারে ” হাই ভোল্টেজ” সোমবার দেখল পশ্চিম বর্ধমান জেলার শিল্প নগরী দুর্গাপুর।

শহরের একদিকে দুপুরে দলের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জনসভা। দুর্গাপুরের শিল্প নগরীর, তিলক ময়দানের সোমবার বিজেপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এদিন এই জনসভায় আগাগোড়া রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আরেক মন্ত্রী অর্জুন রাম মেঘোয়াল, অভিনেতা রুদ্রনীল ঘোষ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ।

অন্যদিকে, এদিন বিকেলে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের দলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে গ্যামন ব্রিজের কাছে কল্পতরু ময়দানে জনসভা করলেন। আর সেই জনসভা থেকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন কেন্দ্রের শাসক দল বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে।

এদিন দুপুরে তিলক ময়দানের জনসভা থেকে দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেই রেশন প্রসঙ্গে অমিত শাহের মন্তব্যকে নাম না করে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,” রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার।” একইসঙ্গে এই নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে বাংলা দেশকে দিশা দেখাবে।” ভোট ঘোষণার দিন থেকে দেশ জুড়ে কার্যকর রয়েছে মডেল কোড অফ কনডাক্ট (এমসিসি) বা আদর্শ আচরণ বিধি। এদিনের সভা থেকে এই এমসিসি প্রসঙ্গ টেনে নিশানা করেন নির্বাচন কমিশনকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি আসছিলাম। সেই সময় একজন মহিলা আমায় বললেন, দিদি নির্বাচন কমিশনের যে এমসিসি বা মডেল কোড অফ কনডাক্ট আছে, তার এখন অন্য মানে হয়েছে। আমি বললাম, সেটা কি? তখন মহিলা বললেন, ওটা এখন ” মোদি কোড অফ কনডাক্ট “। নরেন্দ্র মোদি যা বলছেন, নির্বাচন কমিশন তাই করছে।”

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীর দিকে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছন, “মেদিনীপুর থেকে কেন এই কেন্দ্রে তিনি এলেন? নিশ্চয়ই সেখানে কোন গন্ডগোল আছে !” একইসঙ্গে তিনি কটাক্ষ করেন আসানসোলের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে। বলেন, “দার্জিলিং থেকে এখানে আনা হয়েছিলো।” এদিনের সভায় একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, কন্যাশ্রী সহ যা যা করবো বলেছিলাম, তাই তাই করেছি।

২০২১ এর বিধানসভা নির্বাচনে নির্বাচনী গান ‘খেলা হবে’ তৃনমুল কংগ্রেসের ভোটের পালে হাওয়া দিয়েছিল। সেই “খেলা হবে” স্লোগান এদিন আবারও দূর্গাপুরের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে। তিনি বলেন, আবার “খেলা হবে ” তো?

এদিন মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী জনসভার মঞ্চে দীর্ঘদিন পরে দেখা যায় দুর্গাপুর পুরনিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়কে। এছাড়া পশ্চিম বর্ধমান জেলার দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা স্তরের নেতা ও নেত্রীরা হাজির ছিলেন। এছাড়াও ছিলেন রাজ্যের চার মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, অরুপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। ছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। দুর্গাপুরের এই জনসভায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এদিনের মুখ্যমন্ত্রীর জনসভায় ব্যাপক জনসমাগম দেখা যায়।

প্রসঙ্গত সোমবারের এই জনসভার পরে মঙ্গলবারও দুর্গাপুরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের একটি রোড শো করবেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments