নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও সুবিধা প্রদান অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য এদিন রাত ৮,১৫ মিনিট নাগাদ একটি বিশেষ বিমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে অবতরণ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মলয় ঘটক, নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভি, শিবদাসন দাশু, অনিন্দিতা মুখোপাধ্যায়, অসীমা চক্রবর্তী, সভাপতি অভিজিৎ ঘটক। ১৯ নম্বর জাতীয় সড়কে যানযটে আটকে পরে আসেন তাপস বন্দ্যোপাধ্যায় ও বিধান উপাধ্যায়। এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার একাধিক আমলা ও পুলিশ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রীকে খোশ মেজাজে দেখা গিয়েছে বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময়। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের বাইরে কয়েক হাজার তৃণমূল সমর্থক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে জয়ধ্বনি দিতে থাকেন। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সড়ক পথে বীরভূমের শান্তিনিকেতনে যাবেন ও একটি সরকারি অতিথি শালায় রাত্রিযাপন করবেন । মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের এই কর্মসূচির জন্য ১৯ নম্বর জাতীয় সড়ক সহ পানাগড় -মোড়গ্রাম রাজ্য সড়কে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। নজরদারি চালাতে অত্যাধুনিক প্রযুক্তির সাথে রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সচেষ্ট ছিলেন। গতকাল বীরভূমের একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। অনুব্রত বিহীন বীরভূমে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে মুখ্যমন্ত্রীর কথা হবে বলে বিভিন্ন ওয়াকিবহুল মহলের সূত্রে জানা যাচ্ছে।