সংবাদদাতা,আসানসোলঃ– রেল শহর চিত্তরঞ্জনে ফের দুষ্কৃতী তাণ্ডব। দিনেদুপুরে রেল আবাসনে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেল কলোনির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেল কলোনির বাসিন্দা বছর ৫৮ -এর শ্রীকান্ত তিওয়ারির পরিবার গ্রামের বাড়ি যাওয়ায়, তিনি বাড়িতে একাই ছিলেন। বুধবার দুপুরের দিকে শ্রীকান্তের ছেলে বার বার ফোন করে সাড়া না পেয়ে প্রতিবেশীকে জানায়। সেই মতো এক প্রতিবেশী যুবক খবর নিতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শেষে কোয়ার্টারে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শ্রীকান্ত। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন শ্রীকান্ত তিওয়ারির উঠোনে একটি কাঁঠাল গাছ রয়েছে। এদিন দুপুরে কয়েকজন যুবক ওই গাছ থেকে কাঁঠাল পাড়ছিল। স্থানীয়দের অনুমান শ্রীকান্তবাবু প্রতিবাদ করায় তার উপর হামলা চালানো হয়।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি পরীক্ষা করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, উল্লেখ্য গত ৩ এপ্রিল রেল কলোনির কোয়ার্টারে ঢুকে এক রেলকর্মীর স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। এদিকে ওই ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলো। পর পর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে রেল কলোনি জুড়ে।





