সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ-
চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে আজ সকাল থেকে ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টে সপরিবারে ধরনায় বসলেন কৈলাশ সিং এবং তার পরিবার। কৈলাস সিং এবং তার পরিবারের সদস্যরা জানান এক বছর আগে পেশায় ডাম্পার চালক কৈলাস সিং এক দুর্ঘটনায় একটি পা কেটে বাদ দিতে হয়। সেই সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের চাপে ইসিএল কর্তৃপক্ষ কৈলাস সিং এর পরিবারের একজনকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ।
কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইসিএল কতৃপক্ষের পক্ষ থেকে কোনো চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এক পা বাদ যাওয়ার পর কৈলাশ সিং বর্তমানে সংসার চালাতে অক্ষম। তারা পেটের জন্য ধর্নায় বসতে বাধ্য হয়েছে বলে জানান । অন্যান্য শ্রমিকরাও তাদের এই ধর্না কে সমর্থন জানিয়েছেন ।তাঁরা জানিয়েছেন যতক্ষণ না ইসিএল কর্তৃপক্ষ কৈলাস সিং এর পরিবারকে চাকরি ও ক্ষতিপূরণ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তারা তাদের পরিবারের পাশে থাকবেন। এই বিষয় নিয়ে ইসিএল কর্তৃপক্ষ এর কোনো মন্তব্য পাওয়া যায়নি ।