eaibanglai
Homeএই বাংলায়বর্ণাঢ্য প্রভাতফেরি নববর্ষের সকালে

বর্ণাঢ্য প্রভাতফেরি নববর্ষের সকালে

সংবাদদাতা, আসানসোল:- আসানসোল শহরে বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার সকালে আসানসোল উৎসব কমিটির তরফে একটি বর্ণাঢ্য প্রভাতফেরি বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিলো। আসানসোল শহরের জিটি রোডের গীর্জা মোড থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি জিটি রোড হয়ে রাহালেন মিউনিসিপ্যাল পার্কে এসে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

এই প্রভাতফেরি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী মিশ্র, একাধিক কাউন্সিলর ভানু বোস, মুকেশ ঝা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।

এদিকে এই প্রভাতফেরিতে হাঁটা মানুষদের সেবায় জিটি রোডের আসানসোল বড় পোস্ট অফিস সংলগ্ন মহাবীর স্থান মন্দিরে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলরদের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়। এর পাশাপাশি সবাইকে শরবত, ঠান্ডা জলের বোতল, বিস্কুট এবং চকলেট দেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে চেয়ারম্যান সোমনাথ গড়াই, সেক্রেটারি অরবিন্দ সাউ, কোষাধ্যক্ষ বিবেক বার্ণওয়াল সহ মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments