eaibanglai
Homeএই বাংলায়মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস পালন

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস পালন

সংবাদদাতা, বাঁকুড়াঃ- ১৪ই এপ্রিল দিবসটি সারা দেশের সর্বত্র “জাতীয় অগ্নি সেবা দিবস’ হিসেবে পালন করা হয়। ১৪ই এপ্রিল ১৯৪৪ এ বোম্বে বন্দর ভিক্টোরিয়া ডক-এ বিধ্বংসী অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে, যা পার্শ্ববর্তী ডক ও গুদামগুলিতে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এবং আগুন ও বিস্ফোরণটি, বিস্ফোরণ বিন্দু থেকে আধা মাইলের ব্যাসার্ধ পর্যন্ত একটি বিশাল এলাকা ধ্বংস করেদেয়। অগ্নিনির্বাপণের আগেই ৬৬ জন কর্মকর্তা, ৮৯ জন দমকলকর্মী এবং ৭০০ জন অন্যান্য লোক প্রাণ হারায় এবং মূল্যবান সম্পত্তির বিশাল অংশ অগ্নিদগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

ভারত সরকার ১৪ই এপ্রিল, ১৯৪৪ এ বোম্বে ডক বিস্ফোরণে প্রাণ হারানোর জন্য দমকলকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ১৪ইএপ্রিলকে “জাতীয় অগ্নি নির্বাপণ সেবা দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই মত আজ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অর্থাৎ CISF এর অগ্নি নির্বাপন শাখার পক্ষ থেকে দিনটিকে উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান পি পি সা, এছাড়াও উপস্থিত ছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিক আধিকারিক এবং CISF ইউনিটের সকলে‌ ।

CISF কমাডেন্ট সনু সিং শিখরওয়া জানিয়েছেন যে জনসাধারণকে অগ্নি সচেতন এবং দমকলকর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করার ক্রমবর্ধমান প্রবণতা বৃদ্ধি করার অঙ্গিকার নিয়ে আগামী একসপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অগ্নি নির্বাপন সপ্তাহ পালন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments