সংবাদদাতা,দূর্গাপুরঃ- “পাগলে কিনা বলে, আর ছাগলে কি না খায় “। নাম না করে এভাবেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ।
বুধবার দুপুর তিনটে নাগাদ পানাগড় স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দেন শাসক দলের তারকা প্রার্থী। তারপর দিলীপ ঘোষকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। তিনি বলেন, ত্রেতা যুগে ভগবান রামের জন্ম হয়েছিল। তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই মিথিলা শহরে মা সীতা জন্ম গ্রহণ করেছিলেন। সেদিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান যে মা সীতার জন্মস্থানে জন্মগ্রহণ করেছি। একইভাবে ভগবান রামের শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দা আমি।
এদিন তিনি একইসাথে এই দূর্গাপুর বর্ধমানের বিদায়ী সাংসদ এসএস আলুআলিয়াকে আক্রমণ করেন। কীর্তি আজাদ বলেন, আগের সাংসদ তার লোকসভা কেন্দ্রে কোনো উন্নয়নের কাজ করেননি। বিভিন্ন জায়গায় ব্রিজ নির্মাণের কথা বললেও আজও তা বাস্তবায়িত হয়নি বলে তার অভিযোগ। সাংসদ কোটা বা এমপি ল্যাডে যে টাকা পাঠানো হয়েছিল, সেই টাকাও তিনি খরচ করতেই পারেন নি। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা ধরনের মিথ্যা কথা বলছেন ও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার কথা তুলে ধরেন। কিন্তু তিনি দেশের কথা তুলে ধরেন না। তিনি এ কথা কোথাও কোন সভা মঞ্চে গিয়ে বলেন না যে, প্রধানমন্ত্রী হিসাবে কোন রাজ্যের জন্য কি করেছেন। সবশেষে নিজের মুল প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষের প্রতি তার বার্তা সভ্য সমাজে থাকতে হলে, সভ্য ভাবে ও ভদ্র ভাবে কথা বলা উচিত। তিনি এমন কথাবার্তা বলেন, যার কোন হাত-পা মাথামুণ্ডু কিছুই থাকে না। লোকে তার কথা শুনে মজা পান।