eaibanglai
Homeএই বাংলায়নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে মহকুমাশাসক

নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে মহকুমাশাসক

সংবাদদাতা,আসানসোলঃ- লোকসভা নির্বাচন আসানসোলে দুটি নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে এলেন মহকুমাশাসক। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ প্রশাসনের তরফে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

আসানসোল শহরে ১৯ নং জাতীয় সড়কে জুবিলি মোড় ও কাল্লা মোড়ে দুটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে। আসানসোল লোকসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন বা বিঞ্জপ্তি জারির ঠিক একদিন আগে বুধবার সেই দুটে নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। তার সঙ্গে পরিদর্শন আসানসোল উত্তর থানার ওসি ও আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি আমার ছিলেন। মহকুমাশাসক নাকা চেকিং পয়েন্টে কি ভাবে তল্লাশি করা হচ্ছে তা খতিয়ে দেখেন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments