সংবাদদাতা, বাঁকুড়াঃ- করোনা আতঙ্ক গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। বাদ যায়নি এদেশ এ রাজ্য। দেশের অর্থনীতি থেকে সমাজ যখন নোবেল করোনা ভাইরাসের প্রভাবে টালমাটাল অবস্থা, তখন অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে আরো বেশি করে প্রভাব ফেলেছে এই করোনা আতঙ্ক। করোনা আতঙ্কের জেরে সোনামুখীর বিভিন্ন প্রান্তে কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে , ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। মানুষের মনের মধ্যে আতঙ্ক গ্রাস করায় বাড়ির বাইরে কেউ বের হচ্ছেন না, ফলে চাষীরা ফসল পরিচর্যা করার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাচ্ছেন না। ফলে ফসল পরিচর্যা করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের । ধান জমি থেকে শুরু করে পটল শসা কচু করোলা বাদাম সহ বিভিন্ন ফসল আগাছায় ভরে যাচ্ছে । ফলের শ্রমিকের অভাবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা। কবে করোনার আতঙ্ক কাটবে সে প্রশ্ন সকলেরই অজানা। তবে শ্রমিক না পেয়ে কোন কোন চাষী ছেলে মেয়েদেরকে নিয়ে চাষের কাজে হাত লাগিয়েছেন। লক্ষণ সরকার, তাপস সরকার নামের চাষিরা বলেন, করোনা আতঙ্কের জেরে কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ফলে চাষের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাচ্ছি না। ঘাসে ফসল ভরে যাচ্ছে ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। যেহেতু চাষের উপর নির্ভর করে আমাদের সংসার চলে তাই ফসলের ক্ষতি হলে আগামী দিনের সংসার চলবে কি করে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে আমাদের।