সংবাদদাতা, আসানসোল:- আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্যা ইন্দ্রাণী মিশ্রর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌরনিগমের মেয়রের কাছে তদন্তের দাবি করেছিল কংগ্রেস কর্মীরা। প্রায় দুমাস অতিক্রান্ত হয়ে গেলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে সঠীক তদন্তের দাবিতে মঙ্গলবার জেলাশাসকের সাথে দেখা করলেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি জানান দুমাস আগে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্যা ইন্দ্রাণী মিশ্রর দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি এবং তাকে মেয়র পরিষদের সদস্যা থেকে সরানোর দাবিতে মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল কিন্তু এতদিন অতিক্রান্ত হলেও কোন পদক্ষেপ নেওয়া হয় নি। ইন্দ্রাণী মিশ্রর বিরুদ্ধে স্কুলের ড্রেস, মিড ডে মিলের দুর্নীতির সাথে অনেক অভিযোগ থাকলেও কোন পদক্ষেপ নেওয়া হয় নি আজ জেলাশাসকের কাছে পুর্ণাঙ্গ তদন্তের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে কোন পদক্ষেপ নেওয়া না হলে তারা আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে হুমকি দেন।