eaibanglai
Homeএই বাংলায়বইপ্রেমীদের ভিড় দেখে অবাক সাহিত্যিক প্রচেত গুপ্ত

বইপ্রেমীদের ভিড় দেখে অবাক সাহিত্যিক প্রচেত গুপ্ত

সঙ্গীতা চৌধুরী: – কলকাতার গুরুদাস কলেজে চলছে দুইদিন ব্যাপী ব‌ইমেলা। ২১ মার্চ ও ২২ এ মার্চ- এই দুই দিন ধরে গুরুদাস কলেজ বইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে কলেজের কমার্স বিল্ডিংয়ের
স্টুডেন্ট কমন রুমে। এই মেলাকে কেন্দ্র করে বইপ্রেমীদের ভিড় প্রায় চোখে পড়ার মতন। এই মেলা উদ্বোধন করতে এসেছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত।

কলকাতার গুরুদাস কলেজের লাইব্রেরিয়ান ড. জয়দীপ চন্দ এই ব‌ইমেলা প্রসঙ্গে বলেছেন যে,“এবার প্রায় ৪৫ জন প্রকাশক, পরিবেশক, সাময়িক পত্র প্রকাশক এই বইমেলায় অংশগ্রহণ করেছেন। বইমেলায় ভীড় ছিল চোখে পড়ার মত। উদ্বোধক শ্রী প্রচেত গুপ্ত বলেন যে তিনি আশাই করেন নি যে একটি কলেজের বইমেলায় এতগুলো স্টল হয় এবং এত বই কেনা হয়। আর লাইব্রেরির উদ্যোগে এই কাজ হয় এটা জেনে তিনি আনন্দিত। শ্রী প্রচেত গুপ্ত আরও বলেন যে পরেরবারও তিনি এই বইমেলায় আসতে চান, উদ্বোধক হিসেবে নয়, একজন বইপ্রেমী হিসেবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments