eaibanglai
Homeএই বাংলায়গণহত্যার প্রতিবাদে বাঁকুড়া শহরের প্রতিবাদ বিক্ষোভ

গণহত্যার প্রতিবাদে বাঁকুড়া শহরের প্রতিবাদ বিক্ষোভ

সংবাদদাতা, বাঁকুড়া:- গাজা সহ প্যালেস্টাইনে ইসরাইলের আক্রমণ বন্ধ, রাষ্ট্রসঙ্ঘের যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করার দাবিতে ও নারী-শিশু সহ হাজার হাজার নিরীহ প্যালেস্টাইনীর হত্যাকারী ইসরাইল সরকারকে ধিক্কার জানাতে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বাঁকুড়া শাখার পক্ষ থেকে বাঁকুড়ার মাচান তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, সমগ্র প্যালেস্তাইন বিশেষ করে গাজা ভূখন্ডে ইসরাইলী নৃশংসতায় গত আট মাসে নিহত হয়েছে ৩৮ হাজারের বেশী মানুষ। যাদের মধ্যে ৭০ ভাগ মহিলা ও শিশু। গুরুতর আহত ৮৪ হাজারেরও বেশী মানুষ। বোমাবর্ষণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রায় সব হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ী। রাস্ট্রসংঘের যুদ্ধ বন্ধের প্রস্তাব, আর্ন্তজাতিক বিচারালয়(ICJ), আন্দোলনের অপরাধ আদালত(ICC) সমস্ত অনুরোধ ও নির্দেশকে কোন গুরুত্ব না দিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে ইসরাইল উঠে পড়ে লেগেছে পৃথিবীর মানচিত্র থেকে প্যালেস্তাইনের নামটা মুছে দিতে। ইসরাইলের একতরফা গণহত্যা বন্ধ, রাস্ট্রসংঘের যুদ্ধ বন্ধের প্রস্তাব কার্যকরী করা ও গণহত্যার সাথে যুক্তদের কঠোর শাস্তির দাবীতে বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments