সংবাদদাতা, বাঁকুড়া: ডিজাস্টার ম্যানেজম্যান্ট & আপদমিত্র ফাইটার অ্যাসোসিয়েশানে’র জেলাশাসককে ডেপুটেশন ও অবস্থান কর্মসূচীকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হলো। ওই সংগঠনের সদস্যরা শহরের তামলিবাঁধে অবস্থান কর্মসূচী শেষে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছাতে গেলে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। সংগঠনের সদস্যরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন তারা। এই অবস্থায় এক মহিলা আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশান , বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, প্রশিক্ষণের পর আমরা বসে আছি। আমাদের বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হবে বলে কথা দেওয়া হয়েছিল। কাজ পাইনি।, অবিলম্বে কাজের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন বলে জানান।