নিউজ ডেস্ক, এই বাংলাঃ রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি তথা গেরুয়া শিবিরের উত্থানের পর থেকেই শাসকদলের ওপর ক্রমে চাপ বাড়িয়েছে বিজেপি। শাসকদলের নেতা-নেতৃত্বদের দূর্নীতি, অপশাসন সহ একাধিক অভিযোগ নিয়ে আগে থেকেই সোচ্চার হয়েছিল বিজেপি। এবার সরাসরি শাসকদল তথা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করে দুর্গাপুর পৌরনিগমে নতুন করে নির্বাচনের দাবি জানালো বিজেপি। বুধবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে বিজেপির তরফে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তিনি জানান, লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে তারা ক্ষমতায় কাকে দেখতে চায়। সেই কারণেই দুর্গাপুরে ৪৩টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডের দখল নিয়েছিল বিজেপি। বিজেপি সভাপতির অভিযোগ, ২০১৭ সালে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক রিগিং হয়েছিল, তাই তৃণমূল কংগ্রেসের উচিত ফের পৌরসভা নির্বাচন করানো। বুধবার একই বিক্ষোভ সমাবেশে দেখতে পাওয়া গেল গত বছর খুন হওয়া দুর্গাপুরের বিজেপি কর্মী সন্দীপ ঘোষের বাবাকেও। এই বিক্ষোভ সমাবেশ থেকেই এদিন বিস্ফোরক তথ্য দিলেন মৃত বিজেপি কর্মীর বাবা বাবা বিজয় ঘোষ। তিনি জানান, ছেলের মৃত্যুর পর বিজেপির তরফে তার পরিবারকে যে আর্থিক সাহায্য বিজেপির তরফে দেওয়া হয়েছিল তা গ্রহণ করতে বারন করা হয়েছিল তৎকালীন কাঁকসা থানার আইসির তরফে। এখানেই থেমে না থেকে তাঁর অভিযোগ, শাসকদলের হুমকি আর প্রতিশ্রুতির জন্য সেদিন তার পরিবার মুখ বুজে থাকলেও আজ পর্যন্ত শাসকদলের তরফে কোনও সাহায্য করা হয়নি।