নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ এবার কাটমানি কান্ডের ছায়া দুর্গাপুরে। তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি ও তোলাবাজির টাকা ফেরত চেয়ে পোষ্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনা দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোড এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত ও রজত সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে ওই এলাকার ৩২ নং ষ্ট্রীটের শুরুতেই এক মাছ ব্যবসায়ী গত ৬ মাস আগে মাছ বিক্রি শুরু করেন। অভিযোগ উঠেছে, স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত ও রজত সেন ওই মাছ ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য প্রত্যেক মাসে ৮০০ টাকার বিনিময়ে ওই এলাকায় ব্যবসার অনুমতি দেয়। এভাবেই গত ৬ মাস ধরে ওই ব্যবসায়ী মাসিক ৮০০ টাকা করে দিয়ে এলেও চলতি মাসে কোনও কারণবশত তার টাকা দিতে দেরী হয়। মাছ ব্যবসায়ী শ্যামাপদ ধীবরের অভিযোগ টাকা দিতে দেরী হওয়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনায় দুর্গাপুর মহকুমাশাসক এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলার রীনা চৌধুরীর কাছে তিনি অভিযোগও দায়ের করেছেন। দুই তরফেই দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই কাউন্সিলারের তরফে পুলিশের কাছে ঘটনার পূর্নাঙ্গ তদন্তের জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে তোলাবাজি ও হুমকির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত জানিয়েছেন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি তিনি ব্লকের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন, তাই তাকে এভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে মত তৃণমূল নেতার।
দুর্গাপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
RELATED ARTICLES