eaibanglai
Homeএই বাংলায়স্থানীয়দের চাকরির দাবীতে দুর্গাপুরের দিশা চক্ষু হাসপাতালে অবস্থান বিক্ষোভ

স্থানীয়দের চাকরির দাবীতে দুর্গাপুরের দিশা চক্ষু হাসপাতালে অবস্থান বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ স্থানীয় বেকার যুবকদের কাজের দাবীতে অবস্থান বিক্ষোভ চাকুরীপ্রার্থীদের। ঘটনা দুর্গাপুরের ৩২ নং ওয়ার্ডের পলাশডিহায় অবস্থিত দিশা চক্ষু হাসপাতালের। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে দিশা কর্তৃপক্ষকে এলাকার বেকার যুবক-যুবতীদের কাজ দিতে হবে। ৩২ নং ওয়ার্ডের সভাপতি শুভঙ্কর পান্ডার অভিযোগ, দিশার শুরু থেকে স্থানীয় যুবক-যুবতীদের বিরুদ্ধে অবিচার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। একাধিবার দাবি জানানো সত্ত্বেও স্থানীয়দের সুযোগ দেওয়ার বদলে বাইরে থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, নিজেদের পিঠ বাঁচাতে হাতে গোনা কয়েকজন গ্রুপ ডি কর্মীকে নিয়োগ করেছে দিশা কর্তপক্ষ অথচ অন্যান্য বিভিন্ন নন মেডিক্যাল পোস্টে বহিরাগতদের দিনের পর দিন সুযোগ দেওয়া হচ্ছে।

এই অবিচারের প্রতিবাদে বৃহস্পতিবার তৃণমূল ওয়ার্ড সভাপতির নেতৃত্বে এলাকার বেকার যুবক-যুবতীরা একজোট হয়ে দিশা হাসপাতালের বাইরে অবস্থান বিক্ষোভ দেখায়। এই বিষয়ে আমাদের প্রতিনিধিরা দিশা কর্তৃপক্ষের কাছে জানতে গেলে উল্টো সুর ছিল তাদের গলায়। তাদের বক্তব্য, পুরো ৩২ নং ওয়ার্ডে দিশায় চাকুরি করার মতো শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন চাকুরীপ্রার্থী নেই। শুনতে হাস্যকর হলেও এমনটাই জানিয়েছেন দিশা দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক মণ্ডল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments