নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল গ্যারেজে রাখা গাড়ি। ঘটনা দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ বি-জোনের মার্কনি এলাকার। জানা গেছে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ বাড়ির মালিক সুবীর ঘোষাল গ্যারেজে আগুন লাগার ঘটনা টের পান। সঙ্গে সঙ্গে তিনি পাড়া প্রতিবেশীকে ডাকেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তার আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি চার চাকা গাড়ি ও দুটি মোটরবাইক। কিন্তু কী করে এই আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশায় বাড়ির মালিক এলাকাবাসীরা।