নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ ওরাল হেলথ মাস উপলক্ষ্যে ইন্ডিয়ান ডেন্ডাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখা ও দুর্গাপুর প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার একদিবসীয় দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে দাঁতের কার্যকারীতা যে কতটা প্রয়োজনীয় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে আমরা দাঁতের চিকিৎসা কিংবা দাঁতের পরীক্ষা করাতে ভুলে যায়।
তাই চলতি মাসের ২০শে মার্চ ওরাল হেলথ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বিনামূল্যে দন্ত পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। একদিনের এই দন্ত পরীক্ষা শিবিরে এদিন প্রায় ১৫০ জনেরও বেশি সাধারণ মানুষ তাদের দাঁত পরীক্ষা করান। দুর্গাপুর প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী, দুর্গাপুরের দুই বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, সন্তোষ দেবরায় প্রমুখ। এই দন্ত চিকিৎসা শিবির উপলক্ষ্যে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়।