দুর্গাপুরঃ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। ঘটনা দুর্গাপুরের ফুলঝোড় সংলগ্ন স্টিল পার্ক মোড়ের। জানা গেছে, বৃহস্পতিবার বেলা নাগাদ রাস্তার ডিভাইডার পারাপার করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত দুজনের নাম প্রবীর গাঙ্গুলী ও দেবজিত ব্যানার্জী । দুর্ঘটনার পর স্থানীয়রাই তাদের দুজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসাপাতালে নিয়ে যান। সেখানে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও দুর্ঘটনার কারণ হিসেবে পরিকল্পনাহীনভাবে রাস্তা তৈরীর কাজকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ, ভগৎ সিং মোড় থেকে আড়া মোড় পর্যন্ত জহরলাল নেহরু রোডটি নতুন করে ঠিক করা হয়েছে ঠিকই। কিন্তু রাস্তার দুই লেনের মাঝ বরাবর যে ডিভাইডার করা হয়েছে তা মোটেই সুবিধাজনক নয় বলে দাবি স্থানীয়দের। তাদের বক্তব্য, এই প্রধান রাস্তার মধ্যেই রয়েছে বিধান পার্ক, অরভিল পার্ক, মহালক্ষী পার্ক সহ একাধিক জনবসতিপুর্ন এলাকা। কিন্তু স্টিল পার্কের পর থেকে আর্যভট্ট পর্যন্ত রাস্তার মাঝে কোথাও ডিভাইডারে ফাঁক না রাখায় প্রায়ই একই লেনে চলে আসে দুচাকা, চারচাকার মতো গাড়ীগুলি। যার জেরেই এদিনের এই দুর্ঘটনা। অভিযোগ রাস্তা তৈরীর সময় ইঞ্জিনিয়ারদের বারবার এবিষয়ে বলা হলেও তারা কোনও গুরুত্ব দেননি। অথচ এই রাস্তার ওপরেই রয়েছে একাধিক স্কুল ও কলেজ। ফলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসীরা।