নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রতি বছর বর্ষা বা অতি বৃষ্টির কারণে ডিভিসির জল ছাড়ার দরুণ বন্য়া পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতও চলে। একদিকে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিস ও কেন্দ্রকে দায়ী করে সোচ্চার হন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে ডিভিসি কর্তৃপক্ষ দাবি করেন অতিবৃষ্টির জন্য তারা একাধিক জলাধার থেকে ছল ছড়াতে বাধ্য হয়েছেন। প্রায় প্রতিবছরের মতো এবছরও একই ঘটনা ঘটেছে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে এই সমস্যা ও রাজনৈতিক তরজা চললেও সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়না।
এবার সমস্যা সমাধানের পথে হাঁটতে চলছে কেন্দ্র। দামোদর অবববাহিকায় বন্যা পরিস্তিতি রুখতে দামোদর নদে ড্রেজিং করতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। মঙ্গলবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে এই তথ্য জানালেন কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। তিনি জানা কেন্দ্রীয় এই কমিটি রাজ্য সরকারের সাথে সমন্বয় রক্ষা করে চলবে। উল্লেখ্য এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে সাথে নিয়ে দুর্গাপুরের দামোদর নদ পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং কথা বলেন ডিভিসি আধিকারিকদের সঙ্গে।





