নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শহরে যে কালীপুজোগুলি প্রতি বছর দর্শনার্থীদের আকর্ষন করে তাদের মধ্যে অন্যতম ইস্পাতনগরীর আমরা কজন বয়েজ ক্লাবের কালী পূজো। শহরের সবথেকে পুরনো কালীপুজোগলির মধ্যে অন্যতম এই পুজো এবার ৪৬ বছরে পদার্পণ করল। প্রতিবছরই এই ক্লাবের পুজোর থিমে থাকে বিশেষত্ব। যার জন্য শহরবাসী বছর ভর এই ক্লাবের পুজোর জন্য অপেক্ষা করে থাকে। এবছর আমরা কজন ক্লাবের পুজোর থিম মায়াজাল। মন্ডপ তৈরি হয়েছে স্টিলের ফ্রেম, মশারি ও রিবন দিয়ে। মেদিনীপুরের শিল্পীরা প্রায় দুমাস ধরে এই মন্ডপের নিপুন কারুকার্য তুলে ধরেছেন। যা ইতিমধ্যেই শহরবাসীর নজর কেড়েছে।
মঙ্গলবার এই পুজোর উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও বার্নপুর ইস্কো কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।