eaibanglai
Homeএই বাংলায়ধানবাদে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩শিশু সহ ১৪ জনের মৃত্যু

ধানবাদে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩শিশু সহ ১৪ জনের মৃত্যু

ধানবাদঃ- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ধানবাদে। এবারও ঘটনাস্থল সেই ব্যাঙ্ক মোড় এলাকা। তবে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি বহুতল আবাসনে (আশীর্বাদ টাওয়ার)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ শিশু ও ১০ মহিলা সহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও প্রায় ১৫ জন।

জানা গেছে ওই বহুতলের বাসিন্দা পঙ্কজ অগারওয়ালের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল। রাতে অনুষ্ঠান চলাকালীনই ওই আবাসনের তৃতীয় তলে হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে পৌঁছয় দমকেলর পাঁচটি ইঞ্জিন ও আগুন নেভানোর পাশাপাশি আবাসনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে আগুনে ঝলসে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৩ শিশু সহ ১৪ জন মৃত্যুর কোলে ঢোলে পড়ে। জানা গেছে অগ্নিকাণ্ডের আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন স্থানীয়রা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বহুতল আবাসনটির ১০০ টি ফ্ল্যাটে প্রায় ৪৫০ বাসিন্দার বসবাস।

টুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত দিন দুই আগেই ওই একই এলাকায় ওই বহুতল সংলগ্ন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় হাসপাতালের কর্ণধার দুই চিকিৎসক দম্পতি ডাঃ বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী ডাঃ প্রেমা হাজরা, তাঁদের ভাগ্নে সোহম খামারু, এক পরিচারিকা সহ ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটে। এমনকি মৃত্যু হয় চিকিৎসক দম্পতির দুই পোষ্য কুকুরেও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ওই একই এলাকায় এতবড় অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments