eaibanglai
Homeএই বাংলায়এবার উত্তরপ্রদেশের কায়দায় রানীগঞ্জে চলল বুলডোজার

এবার উত্তরপ্রদেশের কায়দায় রানীগঞ্জে চলল বুলডোজার

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- এবার উত্তরপ্রদেশের মতো খনি শহর রানীগঞ্জে অবৈধ নির্মাণে চলল বুলডোজার। অভিযোগ আসানসোল পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের চুড়িপট্টি এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের কাজ চলছিল। জানা গেছে পুরসভার পক্ষ থেকে বহুবার ওই অবৈধ নির্মাণ বন্ধের নোটিশ জারিও করা হয়। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে ওই নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করে পুরসভা এবং সেই মতো মঙ্গলবার বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ওই অবৈধ নির্মাণ।

অন্যদিকে এদিন ওই অবৈধ নির্মাণ ভাঙতে গেলে ওই নির্মাণের সঙ্গে যুক্ত শওকত খান ও তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোকজন পুরকর্মীদের বাধা দেয়। যদিও বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকা ঘিরে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। শওকত খান ও তার পরিবারের সদস্যদের দাবি ওই নির্মাণ জলাশয়ের জায়গা ভরাট করে করা হচ্ছিল না, শুধুমাত্র বাড়ির নকশা পাস না করার জন্যই এতবড় পদক্ষেপ নিয়েছে পুরসভা।

প্রসঙ্গত গতবছরই চুড়িপট্টি এলাকায় পুকুর ভরাট করে ওই বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে শওকত খানের বিরুদ্ধে। অভিযোগ তোলেন আসানসোলের প্রাক্তন মেয়রের স্ত্রী, তথা বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর বিজেপি নেত্রী চৈতালী তেওয়ারি। ওই অবৈধ নির্মাণের অভিযোগ তুলে ২০২২ সালের ১৯ জুন একটি এফআইআরও করেন তিনি। এমনকি রানীগঞ্জের এক ওয়ার্ড কাউন্সিলর ও আসানসোল পৌর নিগমের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও ওই অবৈধ নির্মাণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি। পরবর্তীতে ওই নির্মাণ ঘিরে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।

অন্যদিকে আসানসোল পৌর নিগমের মেয়র পদে বিধান উপাধ্যায় দায়িত্ব গ্রহণের পর থেকেই আসানসোল পৌর নিগমের সমস্ত অবৈধ নির্মাণ কাজ খতিয়ে দেখে ভাঙ্গার নির্দেশ দেন। এরপরই ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments