সঙ্গীতা চৌধুরী:- পাঁচ দিন ধরে যে দীপাবলি উৎসব চলে তার মধ্যে প্রথম দিন হল ধনতেরাস। ধনতেরাসের দিন লক্ষী, কুবের ও ধনের দেবতা ধন্বন্তরী পূজিত হন। এই দিন শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলে ধনসম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায় বলেই বিশ্বাস। তাই ধনতেরাসের দিন শুভ সময়ের মধ্যে কেনাকাটা করা হয়। ধনতেরাসের পৌরাণিক ব্যাখ্যা অনেকেই জানেন না! চলুন আজ শুনে নিই ধনতেরাসকে কেন্দ্র করে সেই গল্প।
প্রাচীনকালে এক রাজা ছিলেন যার নাম হিম। তার পুত্রের কপালে অকাল মৃত্যু যোগ ছিল। সেই শিশু পুত্র এই ভাগ্য নিয়ে এসেছিল যে বিয়ের চতুর্থ দিন রাত্রে সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার সদ্য বিবাহিতা স্ত্রী তখন স্বামীকে বাঁচাতে নিজের যাবতীয় সোনা রূপোর অলংকার স্তূপাকারে জড়ো করে রাখেন স্বামীর শোওয়ার ঘরের দরজায় ও সমস্ত ঘর প্রদীপের আলোয় সাজিয়ে দেন, যাতে সোনা, রূপা ও প্রদীপের আলোয় সাপের চোখ ঝলসে যায়। এরপর সতী সাধ্বী সেই স্ত্রী সারারাত তার স্বামীর সাথে গল্প করেন এবং স্বামীকে জাগিয়ে রাখেন। এরপর যখন সাক্ষাৎ মৃত্যু সাপের বেশে সেই ঘরে প্রবেশ করতে যায় তখন সোনা, রূপোর উজ্জ্বলতা এবং প্রদীপের আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। প্রবেশপথে বাধা পেয়ে সেই সাপ সোনার স্তুপের ওপর উঠে অন্য পথে প্রবেশ করতে যায় কিন্তু রাজা রানীর গল্প শুনে সে বিভোর হয়ে যায় আর সারারাত সেখানেই কাটিয়ে দেয়। পরদিন ভোরে সে নিস্তব্ধে ফিরে যায় এবং এইভাবে সতী-সাধীর বুদ্ধিতে মৃত্যুকে জয় করেন হিমের পুত্র। যেহেতু সোনার অলংকার নিশ্চিত মৃত্যুর হাত থেকে হিমের পুত্রকে বাঁচালো সেই কারণে এই দিন ধন এবং সম্পদের আরাধনা করা হয় আর এই কারণেই এদিন সোনা কেনা হয় দেশজুড়ে।