eaibanglai
Homeএই বাংলায়রবিবাসরীয় সকালে শহরে জুড়ে বিজেপি বিরোধী নানা রাজনৈতিক কর্মকাণ্ড

রবিবাসরীয় সকালে শহরে জুড়ে বিজেপি বিরোধী নানা রাজনৈতিক কর্মকাণ্ড

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবাসরীয় শীতের সকালে দুর্গাপুর শহরে জুড়ে বিজেপি বিরোধী নানা রাজনৈতিক কর্মকাণ্ড উষ্ণতা ছড়াল। এককদিকে জাতীয় কংগ্রেসের ১৩৮ তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল তহবিল সংগ্রহ শিবির। অন্যদিকে ব্রিগেডে বিজেপির গীতা পাঠের পাল্টা হিসেবে সংবিধান পাঠের কর্মসূচি পালিত হয় জাতীয় কংগ্রেসের তরফে। এছাড়া কেন্দ্রের রাজ্যকে বঞ্চনার অভিযোগে ও প্রতিবাদে বাইক মিছিল করে প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত দলের ১৩৮ তম জন্মদিন উপলক্ষে দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে এবং আসন্ন সাধারণ নির্বাচনে তহবিল সংগ্রহের জন্য ১৮ ডিসেম্বর থেকে এক বিশেষ প্রচার ও অনলাইনে বিশেষ তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু করেছে জাতীয় কংগ্রেস। যা চলবে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত। তারই অংশ হিসেবে রবিববার দুর্গাপুরে কাশীরাম দাসে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় নেহেরু ভবনে দুর্গাপুর মহকুমা সেবাদল ও যুব কংগ্রেস উদ্যোগে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক মানুষ এই শিবিরে দলীয় তহবিলে অর্থ সাহায্য করেন। এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা, অমল হালদার প্রমুখ।

এই বিশেষ কর্মসূচি উপলক্ষে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, “বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে একনায়কতন্ত্র চলছে । এক দিকে আদানি আম্বানীর মতোন শিল্পীপতির কাছ থেকে বিজেপি প্রচুর টাকা নিজেদের দলীয় তহবিলে চাঁদা হিসেবে সংগ্রহ করছে। কিন্তু কংগ্রেসের মতো বিরোধী দলের তহবিলে যারা চাঁদা দিতে চাইছেন তাদের ইডি সিবিআই তদন্তের ভয় দেখানো হচ্ছে । তাই এই বিশেষ শিবিরের আয়োজন। আগামী দিনে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইর জন্যে জাতীয় কংগ্রেসের তহবিলে অর্থ সাহায্য করুন এই বিশেষ অনুরোধ সাধারণ মানুষের কাছে আমরা করছি।”

অন্যদিকে বিজেপির গীতা পাঠকে ঘিরে রাজ্য রাজনীতিতে যখন পারদ চড়ছে তখন ব্রিগেডে বিজেপির গীতা পাঠের পাল্টা হিসেবে এদিন দুর্গাপুরের ডাক্তার বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে সংবিধান পাঠের আয়োজন করা হয় কংগ্রেসের তরফে। সংবিধান পাঠ করেন কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এই কর্মসূচির বিষয়ে বলেন, “দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে তাদের এই সংবিধান পাঠ।”

কংগ্রেসের পাশাপাশি কেন্দ্র তথা বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রবিবাসরীয় সকালে শহরের পথে নামে তৃণমূল কংগ্রেসও। রাজ্যকে বঞ্চনা করছে বিজেপির কেন্দ্র সরকার এই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাত নগরী জুড়ে বাইক মিছিল কর্মসূচি করে তৃণমূল। এই বাইক মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন “চেয়েছিলাম কর্ম দেখাচ্ছে ধর্ম। গীতাতো আমরাও পাঠ করি। কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠ করে যদি ওঁরা অনৈতিক শাসনের হাত থেকে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করার হাত থেকে রক্ষা করে তাহলে আমরা গীতার যথার্থ ফল পাব।” এছাড়াও বিজেপি সংবিধানকেও হত্যা করছে বলেও এদিন তীব্র কটাক্ষ করেন মন্ত্রী।

সব মিলিয়ে একাধিক রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সরগরম হয়ে ওঠে শহর দুর্গাপুরের বরিবারের শীতের সকাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments