eaibanglai
Homeএই বাংলায়রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক জেলাশাসকের

রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক জেলাশাসকের

সংবাদদাতা, আসানসোল:- গত শনিবার দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৩ মে চতুর্থ দফায় আসানসোলে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কনফারেন্স হলে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক ( ডিইও) এস পোন্নাবালামের সভাপতিত্বে হওয়া এই সর্বদলীয় বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী ও জেলা প্রশাসনের সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সব রাজনৈতিক দলে প্রতিনিধিদেরকে আচরণবিধি সম্পর্কে জেলাশাসক জানান। আগামী ৪ জুন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ভোট গণনার পাশাপাশি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়। জেলাশাসক সব রাজনৈতিক দলকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য।

বৈঠক শেষে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতণ্ডী বলেন সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের পুলিশ কমিশনার ডিএম সাহেব এডিএম সাহেব নিয়ে এক যৌথ মিটিং হয়। ইলেকশনের যে সমস্ত নিয়ম-কানুন আছে সেই নিয়ম কানুন নিয়ে আমাদের জানান এবং সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য এই মিটিং। নির্বাচন করার জন্য সমস্ত রাজনৈতিক দল নিজের নিজের প্রচারও করবেন সে তো ঠিকই আছে। কিন্তু যাতে প্রতিটি মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারে এবং ভোট দিতে পারে সেই দিকটাও নজর দিতে হবে আমাদের প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করাটা জন্য এই আলোচনা শিবির।

তৃণমূল কংগ্রেসের নেতা প্রবোধ রায় বলেন আজ ডিএম অফিসে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে এক যৌথ মিটিং হয়। মিটিং এ কি হলো? না সমস্ত রাজ দলের ব্যক্তিত্ব যারা উপস্থিত ছিলেন সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আগামী লোকসভা ভোটটা সুষ্ঠুভাবে পার করব। সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারে এবং নিজের ভোট যাতে নিজে দিতে পারে সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে এটুকু অনুরোধ করবো যে সকলেই ভোট দিতে যাবেন ভোট সুষ্ঠু এবং অবাধ হবে।

বিজেপি নেতা প্রশান্ত দাস বলেন গত পরশুদিন ইলেকশন কমিশন থেকে ভোটের ঘন্টা দিন ঠিক করা হয় সেই মতে আজ ডিএম অফিসে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে এক মিটিংয়ের আয়োজন করা হয় সেই মিটিংয়ে আমরা দলের বক্তব্য তুলে ধরি। নমিনেশন করতে হবে নমিনেশন তোলার ডেট কবে এই সমস্ত জানান। আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার দাবি আমরা রেখেছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments